মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
Listen to live radio

October 24, 2025 12:55 PM

printer

অন্ধ্রপ্রদেশে একটি বেসরকারি বাসে আগুন লাগলে কমপক্ষে ২০জনের মৃত্যু হয়েছে

অন্ধ্রপ্রদেশের কুর্নুলে একটি বেসরকারি বাসে আগুন লাগলে কমপক্ষে ২০জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অনেকে।।

আজ ভোররাতে হায়দ্রাবাদ থেকে বেঙ্গালুরুগামী বাসে কুর্নুল জেলার চিন্না টেকুরুর উলিন্দাকোন্ডার কাছে আগুন লেগে যায়। দুই চালক-সহ বাসে ৪১ জন যাত্রী ছিলেন বলে প্রশাসনের তরফে জানান হয়েছে। দুর্ঘটনার সময় বেশিরভাগ যাত্রীঘুমন্ত অবস্থায় ছিলেন। ১১ জন আহতকে নিয়ে যাওয়া হয়েছে স্থানীয় হাসপাতালে। মৃতদের মধ্যে ১১ জন শনাক্ত করা সম্ভব হয়েছে।

জানা গেছে, একটি বাইকের সঙ্গে ধাক্কা লাগলে, বাইকটি বাসের নীচে চলে যায়। বাইকের পেট্রোল ট্যাঙ্কে আগুন ধরলে তা দ্রুত বাসেও ছড়িয়ে যায়। কয়েকজন যাত্রী বাস থেকে বেরতে পারলেও বাকিদের পক্ষে তা সম্ভব হয়নি।

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি C.P.রাধাকৃষ্ণান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘটনায় শোকপ্রকাশ করেছেন।

দুর্ঘটনায় নিহতদের পরিবারের সদস্যদের সমবেদনা জানিয়েছেন তাঁরা। আহতদের দ্রুতআরোগ্য কামনা করেছেন। মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা এবং আহতদের ৫০ হাজার টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী।