July 7, 2024 10:12 AM

printer

অন্ধ্রপ্রদেশের কুরনুল জেলার ছিপ্পাগিরি এলাকায় শনিবার সম্পূর্ণতা অভিযান প্রকল্পের আওতায় এক সচেতন শিবিরের আয়োজন করা হয়।

অন্ধ্রপ্রদেশের কুরনুল জেলার ছিপ্পাগিরি এলাকায় শনিবার সম্পূর্ণতা অভিযান প্রকল্পের আওতায় এক সচেতন শিবিরের আয়োজন করা হয়।  অনুষ্ঠানে নীতি আয়োগের আধিকারিক শ্রুতি সাগরওয়াল বলেনকেন্দ্রীয় সরকার গত বছর জানুয়ারিতে যে উচ্চাকাঙ্খী জেলা এবং উচ্চাকাঙ্খী ব্লক কর্মসূচির সূচনা করেছিল তারই আওতায় সারা দেশে ৫শোটি অনগ্রসর এলাকার মধ্যে অন্ধ্রপ্রদেশের ১৫টি এলাকা নির্বাচিত হয়েছে।  চলতি বছরে সেপ্টেম্বরের মধ্যে এইসব এলাকাগুলিতে ৬টি বিভিন্ন ক্ষেত্রে ১০০শতাংশ লক্ষ্যমাত্রা অর্জনের জন্য পদক্ষেপ করা হয়েছে বলে তিনি জানান।