অনূর্ধ্ব-২৩ কুস্তি বিশ্ব চ্যাম্পিয়নশিপে, ভারতের বিশ্বজিৎ মোরে গতকাল কাজাখস্তানের ইয়েরাসিল মায়ারবেকভকে ৫-৪ পয়েন্টে হারিয়ে ৫৫ কেজি বিভাগে ব্রোঞ্জ পদক জিতেছেন। এই জয়ের মাধ্যমে বিশ্বজিৎ মোরে চ্যাম্পিয়নশিপে ভারতের হয়ে প্রথম পদক জিতেছেন। অন্যদিকে, তিন ভারতীয় মহিলা কুস্তিগীর – হ্যানি কুমারী, দীক্ষা মালিক এবং প্রিয়া মালিক – তাদের নিজ নিজ প্রথম রাউন্ডে পরাজিত হয়েছণ। ২৭ অক্টোবর পর্যন্ত সার্বিয়ায় অনুর্ধ্ব-২৩ বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপ ২০২৫-এ ২৯ জন ভারতীয় কুস্তিগীর প্রতিদ্বন্দ্বিতা করছেন। সারা বিশ্ব থেকে প্রায় ৭০০ কুস্তিগীর সার্বিয়ান শহরে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
Site Admin | October 23, 2025 9:49 AM
অনূর্ধ্ব-২৩ কুস্তি বিশ্ব চ্যাম্পিয়নশিপে, ভারতের বিশ্বজিৎ মোরে গতকাল কাজাখস্তানের ইয়েরাসিল মায়ারবেকভকে ৫-৪ পয়েন্টে হারিয়ে ৫৫ কেজি বিভাগে ব্রোঞ্জ পদক জিতেছেন।
