মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
Listen to live radio

October 27, 2024 9:28 PM

printer

অনুপ্রবেশ বন্ধ না হলে বাংলার প্রকৃত উন্নয়ন সম্ভব নয় বলে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ মন্তব্য করেছেন।

অনুপ্রবেশ বন্ধ না হলে বাংলার প্রকৃত উন্নয়ন সম্ভব নয় বলে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ মন্তব্য করেছেন।  উত্তর ২৪ পরগনার ভারত-বাংলাদেশ সীমান্ত পেট্রাপোল বন্দরে নতুন যাত্রী টার্মিনাল ও মৈত্রী দ্বারের উদ্বোধনের পর রাজ্য সরকারকে আক্রমণের নিশান করেন তিনি।

তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুনাল ঘোষ পাল্টা বলেছেন,  সীমান্তে পাহাড়া দেয় বিএসএফ। তাই অনুপ্রবেশ রোখার ব্যর্থতাও কেন্দ্রীয় সরকারেরই।                             

সিপিআইএম নেতা সুজন চক্রবর্তীও অমিত শাহ-র বক্তব্যের সমালোচনা করেছেন।

উল্লেখ্য, পেট্রাপোলের নতুন এই টার্মিনালে ২৫ হাজার যাত্রীর যাতায়াতে সুবিধা হবে। 

স্বরাষ্ট্রমন্ত্রী আজ কলকাতায়  রাজ্য বিজেপি-র সদস্য সংগ্রহ অভিযানের সূচনা করে এক কোটি সদস্য সংগ্রহের লক্ষ্যমাত্রা বেধে দেন। রাজ্যে অনুপ্রবেশ, পাচার এবং দুর্নীতি রুখতে বিজেপি-কে ক্ষমতায় আনা এবং সদস্য সংখ্যা বৃদ্ধির ওপর তিনি জোর দেন। এরাজ্যে ২০২৬ সালে বিজেপি ক্ষমতায় এলে ১-শো দিনের বকেয়া সব অর্থ দিয়ে দেওয়া হবে বলে তিনি জানান। 

একদিনের সফরে শ্রী শাহ গতরাতেই কলকাতা আসেন। আজই তাঁর দিল্লি ফিরে যাওয়ার কথা।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন

কোনো পোস্ট পাওয়া যায়নি।