December 3, 2025 1:02 PM

printer

অনুপ্রবেশকারী এবং অবৈধ অভিবাসীদের কোনো আইনি অধিকার নেই বলে সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়েছে

অনুপ্রবেশকারী এবং অবৈধ অভিবাসীদের কোনো আইনি অধিকার নেই বলে সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়েছে। প্রধান বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চ গতকাল রোহিঙ্গাদের নিখোঁজ হয়ে যাওয়া সংক্রান্ত হেবিয়াস কর্পাস মামলায় জানিয়েছেন, অবৈধভাবে যারা দেশে প্রবেশ করেছেন, তারা আইনি কোনো সুযোগ সুবিধা পাওয়ার অধিকারী নন। তবে অবৈধ অভিবাসীদের পুলিশ হেফাজতে থাকাকালীন নির্যাতন করা যাবে না বলেও উল্লেখ করেছেন শীর্ষ আদালত।