May 22, 2025 9:53 AM

printer

অনুকূল বায়ুপ্রবাহ এবং বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় আজও কলকাতা সহ রাজ্যের প্রায় সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাস।  

অনুকূল বায়ুপ্রবাহ এবং বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় আজও কলকাতা সহ রাজ্যের প্রায় সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাস।  মুর্শিদাবাদে আজ ভারী থেকে অতি ভারী এবং নদীয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গের দার্জিলিং, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলাতেও রয়েছে ঝড় বৃষ্টির কমলা সতর্কতা।

   এদিকে, গতকাল রাজ্যের প্রায় সব জেলা থেকেই বিক্ষিপ্ত বৃষ্টির খবর পাওয়া গেছে। আজ সকাল সাড়ে ছটা পর্যন্ত আলিপুরে ৩৮ দশমিক ২ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। ঝড়ের ফলে বেশ কিছু জায়গায় গাছ পড়ে যায়। নদীয়ার কৃষ্ণনগরে গতসন্ধ্যা থেকে বৃষ্টিতে বিভিন্ন এলাকা জলমগ্ন হয়ে পড়ে।

এদিকে গতকালের বৃষ্টির পর অনেকটাই নেমেছে তাপমাত্রার পারদ। কলকাতায় আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ২২ দশমিক ৪ ডিগ্রী সেলসিয়াস স্বাভাবিকের তুলনায় যা ৪ দশমিক পাঁচ ডিগ্রী কম।

এদিকে গত সন্ধ্যায় ঝড়বৃষ্টির সময় মুর্শিদাবাদের রেজিনগরের কাছে গাছের ডালপালার সংযোগে এসে আপ শিয়ালদহ লালগোলা প্যাসেঞ্জার ট্রেনের বিদ্যুতবাহী  প্যণ্টোগ্রাফ সহ যন্ত্রাংশে আগুন লাগার ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ায়। ট্রেন থেমে যাওয়ায় যাত্রীরা তাড়াহুড়ো করে নেমে পড়েন। কেউ হতাহত না হলেও আতঙ্ক ছড়ায়। বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর রেলকর্মীরা পুনরায় ট্রেন চালু করতেই আবারো আগুনের স্ফুলিঙ্গ দেখা যায়।  পরীক্ষা নিরীক্ষার পর রাত সাড়ে দশটার কিছু পরে ট্রেনটি পুনরায় চালু হয়। এর জেরে কিছুক্ষণ ওই লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। দুর্ভোগে পড়েন যাত্রীরা।