অত্যন্ত দ্রুত গতিতে দেশে বুলেট ট্রেন প্রকল্পের কাজ চলেছে বলে সরকার আজ লোকসভায় জানিয়েছে। প্রশোনোত্তর পর্ব চলাকালীন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণো, এক পরিপূরক প্রশ্নের জবাবে বলেন, এই প্রথম ২১ কিলোমিটার দীর্ঘ একটি সুড়ঙ্গ নির্মাণের কাজ চলেছে, যা সমুদ্রের ৩০ মিটার তলা দিয়ে যাবে। প্রকল্পে ৩২০ কিলোমিটার অংশের নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে। আত্মনির্ভর ভারত অভিযানের আওতায় একাধিক উদ্যোগ নেওয়া হয়েছে বলেও তিনি জানান।
Site Admin | July 31, 2024 9:35 PM
অত্যন্ত দ্রুত গতিতে দেশে বুলেট ট্রেন প্রকল্পের কাজ চলেছে বলে সরকার আজ লোকসভায় জানিয়েছে।
