অতিক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্পোদ্যোগ মন্ত্রক রাষ্ট্রপতি ভবনে আজ থেকে ৩০ মার্চ পর্যন্ত ‘উদ্যম উৎসব’-এর আয়োজন করেছে। সংশ্লিষ্ট শিল্পের সঙ্গে যুক্ত ব্যক্তিদের ক্ষমতায়ন, উৎসাহদান এবং দেশের বিভিন্ন প্রান্তের ঐতিহ্যশালী নিদর্শনগুলিকে নাগরিকদের কাছে উপস্থাপিত করতে এই উৎসবের আয়োজন করা হয়েছে। রাষ্ট্রপতি ভবনে এই উৎসবে উপস্থিত থাকবেন স্বয়ং রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত সর্বসাধারণের জন্য এই উৎসব খোলা থাকবে। নর্থ অ্যাভিনিউ যেখানে রাষ্ট্রপতি ভবনের সঙ্গে মিশেছে, ঐ অঞ্চলের ৩৫ নম্বর গেট দিয়ে ঢোকা যাবে।
Site Admin | March 20, 2025 8:20 AM
অতিক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্পোদ্যোগ মন্ত্রক, রাষ্ট্রপতি ভবনে আজ থেকে ‘উদ্যম উৎসব’-এর আয়োজন করেছে
