অটোয়ার সঙ্গে বাণিজ্য নিয়ে উত্তেজনা উত্তরোত্তর বৃদ্ধির মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কানাডা থেকে আমদানি করা পণ্যের ওপর অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক আরোপের কথা ঘোষণা করেছেন। গতরাতে ট্রাম্প পরিষ্কারভাবে জানিয়ে দেন, নতুন শুল্ক বর্তমানে জারি থাকা শুল্কের অতিরিক্ত।
উল্লেখ্য, কানাডার উত্তরাঞ্চলে প্রাক্তন মার্কিন রাষ্ট্রপতি রোনাল্ড রেগানকে একটি বিজ্ঞাপনী প্রচারে ভুলভাবে উপস্থাপিত করায় অটোয়ার সঙ্গে ট্রাম্প সবরকমের বাণিজ্য সংক্রান্ত আলোচনা বন্ধ করে দেওয়ার কয়েকদিন প্রেই এই নতুন শুল্ক আরোপের ঘোষণা।
অন্যদিকে, কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি গত শুক্রবার জানিয়েছেন, আমেরিকার সঙ্গে বাণিজ্য আলোচনা পুনরায় শুরু করার জন্য তারা প্রস্তুত রয়েছেন।