July 18, 2024 7:15 PM

printer

অটল বিহারী বাজপেয়ী ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস ও আরএমএল হাসপাতালে নতুন বিভিন্ন উনিটের উদ্বোধন।

স্বাস্থ্য সচিব অপূর্ব চন্দ্র নতুনদিল্লীতে অটল বিহারী বাজপেয়ী ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস এবং ডাঃ রাম মনোহর লোহিয়া হাসপাতালের নতুন চালু হওয়া অফিস স্পেস, স্নাতক এবং স্নাতকোত্তর শিক্ষার্থীদের জন্য একটি পড়ার ঘর, রোগী এবং পরিচারকদের জন্য তিনটি অপেক্ষার জায়গা, একটি নতুন ফার্মেসি এবং নতুন ওপিডি রেজিস্ট্রেশন হল সুবিধাগুলির উদ্বোধন করেছেন।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।