অটল বিহারী বাজপেয়ীর ১০১ তম জন্মবার্ষিকী উপলক্ষে লখনৌ সফরে গিয়ে আগামীকাল রাষ্ট্র প্রেরণা স্থল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রাক্তন প্রধানমন্ত্রী ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ীর জীবন ও আদর্শকে সম্মান জানানো হবে এই প্রেরণাস্থলে। আনুমানিক ২৩০ কোটি টাকা ব্যয়ে নির্মিত এবং ৬৫ একর বিস্তৃত এলাকা জুড়ে বিস্তৃত রাষ্ট্র প্রেরণা স্থলকে একটি যুগান্তকারী জাতীয় স্মারক এবং অনুপ্রেরণামূলক এলাকা হিসেবে গড়ে তোলা হয়েছে।
উল্লেখ্য ভারতের রাজনৈতিক চিন্তাভাবনা, জাতি গঠন এবং জনজীবনে অসামান্য অবদানের প্রতীক হিসাবে এই চত্বরে ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জি, পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় এবং অটল বিহারী বাজপেয়ীর ৬৫ ফুট উঁচু তিনটি ব্রোঞ্জের মূর্তি রয়েছে। এছাড়া প্রায় ৯৮ হাজার বর্গফুট জমি জুড়ে বিস্তৃত পদ্ম আকৃতির কাঠামোর আকারে নকশা করা একটি অত্যাধুনিক মিউজিয়ামও তৈরি হয়েছে।