অটল পেনশন যোজনা (APY)-তে ৮ কোটি ৩৪ লক্ষেরও বেশি মানুষ নাম নথিভুক্ত করেছেন। অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ গতকাল লোকসভায় এক লিখিত প্রশ্নের উত্তরে একথা জানান। মোট উপভোক্তাদের ৪৮ শতাংশ মহিলা। যা মহিলাদের উল্লেখযোগ্য অংশগ্রহণকেই প্রতিফলিত করে। অর্থমন্ত্রী সভায় আরও জানান, সরকার এবং পেনশন তহবিল নিয়ন্ত্রণ ও উন্নয়ন কর্তৃপক্ষ পি এফ আর ডি এ গৃহীত বিভিন্ন উদ্যোগ অটল পেনশন যোজনা সম্পর্কে সচেতনতা আরও বৃদ্ধি করেছে। বৈদ্যুতিন ও মুদ্রণ মাধ্যম, সোশ্যাল মিডিয়ায় নিয়মিত বিজ্ঞাপন, ব্যাঙ্কিং কর্মসূচী, স্বনির্ভর গোষ্ঠী সহ বিভিন্ন ক্ষেত্রে উপভোক্তাদের ভূমিকাও এব্যাপারে উল্লেখযোগ্য। নাবার্ড, জাতীয় ও রাজ্য গ্রামীণ জীবিকা মিশনের মতো প্রতিষ্ঠানও এই যোজনাকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে এক বড় ভূমিকা পালন করছে।
উল্লেখ্য, ২০১৫ সালের মে মাসে এই অটল পেনশন যোজনা চালু হয়। এর উদ্দেশ্য ছিল দেশের নাগরিক, বিশেষত অসংগঠিত ক্ষেত্রে শ্রমিকদের সামাজিক সুরক্ষা ব্যবস্হার আওতায় আনা। ১৮ থেকে ৪০ বছর বয়সী যে সমস্ত ব্যক্তির ব্যাঙ্ক অথবা পোস্ট অফিসে সেভিংস অ্যাকাউন্ট রয়েছে, তারা এই যোজনার আওতায় পড়বেন।