May 24, 2025 8:21 AM

printer

অগ্নি নিরাপত্তা নিয়ে জেলা ও রাজ্য স্তরে কমিটি গঠন করল রাজ্য সরকার।

অগ্নি নিরাপত্তা নিয়ে জেলা ও রাজ্য স্তরে কমিটি গঠন করল রাজ্য সরকার। মুখ্য সচিব মনোজ পন্থ  গতকাল এক বিজ্ঞপ্তিতে  জানান, সম্প্রতি কলকাতা ও রাজ্যের বিভিন্ন প্রান্তে বাড়ি, কারখানা ও হোটেলে কয়েকটি অগ্নিকান্ডের  ফলে জীবনহানি ও সম্পত্তির ক্ষয় ক্ষতি হয়েছে। এরই প্রেক্ষিতে বিভিন্ন জায়গায় অগ্নিনির্বাপণ ব্যবস্থা এবং তার পরিকাঠামো যথাযথ আছে কিনা তা খতিয়ে দেখার জন্যই এই কমিটি গঠন।  

রাজ্য স্তরের কমিটির শীর্ষে আছেন কলকাতা পুরসভার মেয়র এবং পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। অন্য সদস্যের মধ্যে আছেন আবাসনমন্ত্রী অরূপ বিশ্বাস, বিপর্যয় মোকাবিলা দপ্তরের মন্ত্রী জাভেদ খান, পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার, দমকল মন্ত্রী সুজিত বোস, অর্থ দপ্তরের অতিরিক্ত মুখ্যসচিব প্রভাত মিশ্র।

এছাড়া সংশ্লিষ্ট প্রতিটি দপ্তরের সচিব, পুলিশের এডিজি আইন শৃঙ্খলা জাভেদ শামিম, কলকাতা পুলিশের কমিশনার মনোজ ভার্মা এবং কলকাতা পুরসভার কমিশনার দাভাল জৈন। জেলা স্তরে জেলাশাসকের নেতৃত্বে সাত সদস্যের কমিটি তৈরি করা হয়েছে।

আগামী দিনে এই কমিটি,  বিভিন্ন বস্তি, পঞ্চায়েত এলাকা, রেস্তোরাঁ, হোটেল ও বাজারের মতো বাণিজ্যিক জায়গায় অগ্নিনির্বাপণ ব্যবস্থা খতিয়ে দেখবে। অগ্নি নিরাপত্তা নিয়ে অনুমতি দেওয়ার ক্ষেত্রে বিভিন্ন দপ্তরের মধ্যে সমন্বয় রেখে চলবে। দাহ্য বস্তু যথাযথভাবে মজুত রাখা আছে কিনা, সেদিকেও  নজর রাখা হবে। কেউ যেন বাড়ির ছাদে বেআইনি কিছু করতে না পারে তাও দেখবে কমিটি।