মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

April 30, 2025 10:45 AM

printer

অক্ষয় তৃতীয়ার পুন্য তিথিতে আজ ভক্তদের জন্য খুলে যাচ্ছে গঙ্গোত্রী এবং যমুনোত্রী ধাম।

অক্ষয় তৃতীয়ার পুন্য তিথিতে আজ ভক্তদের জন্য খুলে যাচ্ছে গঙ্গোত্রী এবং যমুনোত্রী ধাম। উত্তরকাশী জেলায় গঙ্গোত্রী এবং যমুনত্রী ধামের পোর্টাল খোলার সঙ্গে সঙ্গে আজ উত্তরাখন্ডে চারধাম যাত্রার সূচনা হবে। মুকবা গ্রামে শীতকালীন আবাসে ৬ মাস কাটিয়ে মা গঙ্গার পালকি গতকাল গঙ্গোত্রী ধামের উদ্দেশ্যে রওনা হয়। গতরাতে বিশ্রামের জন্য ভৈরবঘাঁটির মন্দিরে পালকি থামে। তীর্থ পুরোহিত রাজেশ সেমওয়াল জানিয়েছেন ভৈরবঘাঁটি থেকে পালকি আজ গঙ্গোত্রী পৌঁছবে। সকাল সাড়ে ১০-টায় বৈদিক মন্ত্রোচ্চারণ এবং প্রার্থনার মধ্য দিয়ে মন্দিরের দরজা খুলে দেওয়া হবে।

অন্যদিকে, খরসালির শীতের আবাস থেকে মা যমুনা পালকি আজ সকালে যমুনত্রী ধাম রওনা হবে। সেখানে বেলা ১১-টা ৫৫-য় পুন্যার্থীদের জন্য মন্দিরের দরজা খুলে দেওয়া হবে। আগামী শুক্রবার কেদারনাথধামের পোর্টাল খুলবে এবং বদ্রীনাথ ধামের দরজা খুলবে আগামী রবিবার।

আকাশবাণী চারধাম যাত্রার সূচনা সম্প্রচার করবে। গঙ্গোত্রী ধাম থেকে সরাসরি সম্প্রচার হবে আজ সকাল ১০-টা থেকে ১১-টা এবং যমুনত্রী ধামের মন্দির খোলার অনুষ্ঠান সম্প্রচারিত হবে বেলা সাড়ে ১১-টা থেকে সাড়ে ১২-টা পর্যন্ত। এই অনুষ্ঠানের সরাসরি সম্প্রচার শোনা যাবে আকাশবাণীর ইন্দ্রপ্রস্থ, এফ এম গোল্ড এবং আরাধনা চ্যানেল ছাড়াও নিউজ অন এ আই আর অ্যাপে। যাত্রা সম্পর্কে একটি প্রতিবেদন সম্প্রচার করা হবে আজ থেকে চৌঠা মে পর্যন্ত প্রতিদিন সন্ধে সাড়ে সাতটা থেকে ৭-টা ৪৫ পর্যন্ত।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন