২১ শে জুলাই ধর্মতলায় তৃণমূল কংগ্রেসের শহীদ দিবস পালনের দিন সকাল ৯ টা থেকে ১১ টার মধ্যে কলকাতা হাইকোর্ট ও অন্য অফিসের সামনে রাস্তা আটকে যেন কোনোভাবেই জ্যামজটের সৃষ্টি না করা হয়, কলকাতা পুলিশকে তা নিশ্চিত করতে বলেছে উচ্চ ন্যায়ালয়। আজ এই নির্দেশ দিয়ে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ আরও জানিয়েছেন, সকাল ৮ টা পর্যন্ত মিছিল করা যেতে পারে, তবে সেই মিছিলকে ৯ টার মধ্যে একটা নির্দিষ্ট স্থানে সীমাবদ্ধ রাখতে হবে। সকাল ১১ টার পর থেকে মিছিল স্বাভাবিক নিয়মে চললেও, যান চলাচল যাতে স্বাভাবিক থাকে, কলকাতার পুলিশ কমিশনারকে সেটাও দেখার নির্দেশ দিয়েছেন বিচারপতি ঘোষ।
উল্লেখ্য, ধর্মতলায় একটি রাজনৈতিক দলকেই কেন বারবার সভা করার অনুমতি দেওয়া হবে, সেই প্রশ্নে কলকাতা হাইকোর্টে মামলার পরিপ্রেক্ষিতে আজ এই নির্দেশ দেওয়া হয়েছে।