মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

May 28, 2025 9:36 PM

printer

২০২৫-২৬ বিপণন মরসুমের জন্য ১৪টি  খরিফ ফসলের ন্যূনতম সহায়ক মূল্য বৃদ্ধির প্রস্তাব অনুমোদন করেছে CCEA 

২০২৫-২৬ বিপণন মরসুমের জন্য  ১৪টি  খরিফ ফসলের ন্যূনতম সহায়ক মূল্য-MSP বৃদ্ধির প্রস্তাব  অনুমোদন করেছে  অর্থনীতি বিষয়  সংক্রান্ত ক্যাবিনেট কমিটি-সিসিইএ ।  তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আজ নতুনদিল্লিতে মন্ত্রিসভার বৈঠকের পর  সাংবাদিকদের বলেন, কৃষকরা যাতে তাদের  উৎপাদিত পণ্যের সঠিক দাম পান তা নিশ্চিত করতেই এই উদ্যোগ।

সবচেয়ে বেশি ন্যূনতম সহায়ক মূল্য ধার্য করা হয়েছে নাইজার বা কালো তিল বা রামতিলের জন্যে, প্রতি কুইন্টালে ৮২০ টাকা। এ ছাড়া রাগির জন্যে কুইন্টাল পিছু ৫৯৬ টাকা, তুলোর জন্যে ৫৮৯ টাকা এবং তিল বা সিসেমের জন্যে ৫৭৯ টাকা ধার্য হয়েছে।  

                       

মন্ত্রীসভা, ২০২৫-২৬ এ কৃষকদের  জন্যে Modified Interest Subvention Scheme, MISS এর আওতায় সুদের হার একই বজায় রাখার বিষয় টি অনুমোদন করেছে। কেন্দ্রীয় এই প্রকল্পের আওতায় কিষান ক্রেডিট কার্ড এর মাধ্যমে কৃষকদের তিন লক্ষ টাকা পর্যন্ত স্বল্প মেয়াদী ঋণ দেওয়া হবে, ৭% ভর্তুকি মূল্যে। এর মধ্যে যোগ্য ঋণ দানকারী সংস্থাগুলিকে সরকার, সুদের ওপর ১.৫%  হারে আর্থিক সাহায্য ও প্রদান করবে। যে সমস্ত কৃষক, তাড়াতাড়ি ঋণের টাকা মিটিয়ে দেবেন, তাঁরা  ৩% পর্যন্ত ইনসেন্টিভ পেতে পারেন। এর ফলে কিষান ক্রেডিট কার্ডের আওতায় সুদের হার কমে দাঁড়াবে ৪%।

শুধুমাত্র পশু পালন ও মৎস্য চাষের ক্ষেত্রে ঋণ নেওয়া হলে, সুদের ওপর ২ লক্ষ টাকা পর্যন্ত  সুবিধে পাওয়া যেতে পারে।

মহারাষ্ট্র এবং মধ্যপ্রদেশে রেলের দুটি মাল্টিট্র্যাকিং প্রকল্পেও অনুমোদন দিয়েছে মন্ত্রীসভা। এর ফলে ভ্রমণের সুবিধার পাশাপাশি পণ্য পরিবহণে খরচ কমবে, কার্বন ডাই অক্সাইড নির্গমন হ্রাস পাবে। প্রকল্পগুলির জন্য আনুমানিক ব্যয় ধরা হয়েছে ৩হাজার ৯৯৯ কোটি টাকা।২০২৯-৩০ এর মধ্যে এই প্রকল্পের কাজ সম্পূর্ণ হবে।

এ ছাড়াও অর্থনীতি বিষয়  সংক্রান্ত ক্যাবিনেট কমিটি, অন্ধ্র প্রদেশের ৬৭ নম্বর জাতীয় সড়কে , চার লেনের বাদভেল – নেল্লর করিডর নির্মাণেও ছাড়পত্র দিয়েছে। ১০৮ কিলোমিটারের কিছু বেশি দৈর্ঘ্যের এই করিডর নির্মাণে খরচ ধরা হয়েছে ৩,৬৫৩ কোটি টাকার মত।  এই করিডর নির্মিত হলে অন্ধ্র প্রদেশের তিনটি শিল্প করিডরের মধ্যে সংযোগ স্থাপনের ক্ষেত্রে তা এক গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করবে। এই তিনটি হোল বিশাখাপত্তন্ম – চেন্নাই শিল্প করিডরের কপ্পারথি নড , হায়দ্রাবাদ- বেঙ্গালুরু শিল্প করিডরের অরভাকাল নড এবং চেন্নাই – বেঙ্গালুরু শিল্প করিডোরে কৃষ্ণাপত্নম নড। দেশের রসদ সরবরাহের ক্ষেত্রে সাফল্যের সূচকেও এর প্রভাব হবে ইতিবাচক ।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন