২০১৬ সালের স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষায় বসতে চেয়ে অযোগ্যদের আবেদন কলকাতা হাইকোর্ট খারিজ করে দিয়েছে। বিচারপতি সৌগত ভট্টাচার্য জানিয়েছেন, সুপ্রিমকোর্টের নির্দেশেই স্কুল সার্ভিস কমিশন ১ হাজার ৮০৬ জন অযোগ্যের তালিকা প্রকাশ করেছে। পাশাপাশি মামলা বর্তমানে শীর্ষ আদালতের বিচারাধীন।
উল্লেখ্য, ২৮ ও ২৯ অগাস্ট পরীক্ষায় বসতে চেয়ে সুপ্রিমকোর্টে দুটি মামলা বিচারাধীন রয়েছে শীর্ষ আদালতে। এই মামলাতেই সুপ্রিমকোর্ট অযোগ্যদের তালিকা প্রকাশ করতে নির্দেশ দিয়েছিল। এই পরিস্থিতিতে হাইকোর্ট স্কুল সার্ভিস কমিশন যে তালিকা প্রকাশ করেছে তাতে হস্তক্ষেপ করা যথাযথ বলে মনে করছে না।সেই জন্য অযোগ্য প্রার্থীদের পরীক্ষায় বসতে চেয়ে আবেদন খারিজ করা হল বলে আদালত জানিয়েছে।