২০১১-১২ থেকে ২০২২-২৩ সালের মধ্যে প্রায় ২৭ কোটি মানুষকে দারিদ্রসীমা থেকে বের করে এনে ভারত এক উল্লেখযোগ্য অগ্রগতির মাইলফলক সৃষ্টি করেছে। বিশ্বব্যাঙ্কের সাম্প্রতিক তথ্য অনুযায়ী ২০১১-১২-এ চরম দারিদ্রের হার ২৭ দশমিক ১ শতাংশ থেকে ২০২২-২৩-এ একলাফে ৫ দশমিক ৩ শতাংশে নেমে এসেছে। ১১-১২ সালে যেখানে প্রায় ভারতের সাড়ে ৩৪ কোটি মানুষ চরম দারিদ্রে জীবনযাপন করতেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন এনডিএ সরকারের ১১ বছর কার্যকালে তা ৭ কোটিতে এসে দাঁড়িয়েছে। প্রধানমন্ত্রী আবাস যোজনা, পিএম উজ্জবলা যোজনা, জন ধন এবং আয়ুষ্মান ভারতের মত উল্লেখযোগ্য জনকল্যামণূলক প্রকল্পের কারণেই এই বিকাশ বলে মনে করা হচ্ছে।
Site Admin | June 7, 2025 1:23 PM
২০১১-১২ থেকে ২০২২-২৩ সালের মধ্যে প্রায় ২৭ কোটি মানুষকে দারিদ্রসীমা থেকে বের করে এনে ভারত এক উল্লেখযোগ্য অগ্রগতির মাইলফলক সৃষ্টি করেছে।
