মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

July 12, 2025 4:12 PM

printer

১৬তম রোজগার মেলায় কলকাতার বিসি রায় অডিটরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে বিশেষভাবে সক্ষম এক জন সহ মোট ২১৫ জনের হাতে নিয়োগ পত্র তুলে দেন শিক্ষা প্রতিমন্ত্রী।

১৬তম রোজগার মেলায় আজ কলকাতার বিসি রায় অডিটরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে বিশেষভাবে সক্ষম এক জন সহ মোট ২১৫ জনের হাতে নিয়োগ পত্র তুলে দেওয়া হয়। কেন্দ্রীয় শিক্ষা ও  উত্তর পূর্ব আঞ্চলিক ক্ষেত্রের প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার ২৫ জনের হাতে নিয়োগ পত্র তুলে দেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পূর্ব রেলের জেনারেল ম্যানেজার Milind K Deouskar, ও শিয়ালদা’র DRM উপস্থিত ছিলেন। জেনারেল ম্যানেজার নতুন নিয়োগ প্রাপকদের অভিনন্দন জানিয়ে তাঁর বক্তব্যে বলেন, কেন্দ্রীয় সরকারের রেল মন্ত্রক ই সর্ব বৃহৎ নিয়োগ সৃষ্টি করতে পারে। প্রতিরক্ষা, শুল্ক, ডাক বিভাগ, GSI, AIIMS, UCO Bank, PNB, UBI, NCB প্রভৃতি দপ্তরের নিয়োগ প্রাপকরা যোগ দেবেন।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন