১৬তম রোজগার মেলায় আজ কলকাতার বিসি রায় অডিটরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে বিশেষভাবে সক্ষম এক জন সহ মোট ২১৫ জনের হাতে নিয়োগ পত্র তুলে দেওয়া হয়। কেন্দ্রীয় শিক্ষা ও উত্তর পূর্ব আঞ্চলিক ক্ষেত্রের প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার ২৫ জনের হাতে নিয়োগ পত্র তুলে দেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পূর্ব রেলের জেনারেল ম্যানেজার Milind K Deouskar, ও শিয়ালদা’র DRM উপস্থিত ছিলেন। জেনারেল ম্যানেজার নতুন নিয়োগ প্রাপকদের অভিনন্দন জানিয়ে তাঁর বক্তব্যে বলেন, কেন্দ্রীয় সরকারের রেল মন্ত্রক ই সর্ব বৃহৎ নিয়োগ সৃষ্টি করতে পারে। প্রতিরক্ষা, শুল্ক, ডাক বিভাগ, GSI, AIIMS, UCO Bank, PNB, UBI, NCB প্রভৃতি দপ্তরের নিয়োগ প্রাপকরা যোগ দেবেন।
Site Admin | July 12, 2025 4:12 PM
১৬তম রোজগার মেলায় কলকাতার বিসি রায় অডিটরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে বিশেষভাবে সক্ষম এক জন সহ মোট ২১৫ জনের হাতে নিয়োগ পত্র তুলে দেন শিক্ষা প্রতিমন্ত্রী।
