মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

July 10, 2025 10:48 AM

printer

হুগলির তারকেশ্বরে এক মাসব্যাপী শ্রাবণী মেলার আজ সূচনা হচ্ছে।

হুগলির তারকেশ্বরে এক মাসব্যাপী শ্রাবণী মেলার আজ সূচনা হচ্ছে। মহাদেবের আশীর্বাদ কামনায় রাজ্যের নানা প্রান্ত থেকে বহু ভক্ত ও পুণ্যার্থীরা বাঁকে করে জল নিয়ে দীর্ঘ পথ হেঁটে তারকেশ্বর মন্দিরে শিবের মাথায় জল ঢালবেন। শ্রাবণী মেলা উপলক্ষে তারকেশ্বরে লক্ষাধিক ভক্ত সমাগম হয়। মেলা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে যাবতীয় ব্যবস্থা নিয়েছে হুগলি জেলা প্রশাসন। ইতিমধ্যেই মেলার প্রস্তুতি নিয়ে রাজ্যের কয়েকজন মন্ত্রীর উপস্থিতিতে প্রশাসনিক স্তরে বৈঠক হয়েছে। তীর্থযাত্রীদের থাকা, খাওয়া, চিকিৎসা ও  পানীয় জলের বন্দোবস্ত রয়েছে।  ভিড় সামাল দিতে পর্যাপ্ত পুলিশ মোতায়নের পাশাপাশি, সিসিটিভির মাধ্যমেও নজরদারি চলবে।

          এদিকে, শ্রাবণী মেলা উপলক্ষ্যে পুণ্যার্থীদের সুবিধার্থে পূর্ব রেল , জুলাই ও আগস্ট মাস জুড়ে হাওড়া – তারকেশ্বরের মধ্যে  বিশেষ ট্রেন পরিষেবা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আজ এবং আগামী রবি ও সোমবার ছাড়াও ২০, ২১, ২৭, ২৮, ২৯ শে জুলাই এবং ৩, ৪, ৯, ১০, ১১, ১৫, ১৬, ১৭ এবং ১৮ই আগস্ট বিশেষ EMU লোকাল চালানো হবে।  এছাড়া শেওড়াফুলি – তারকেশ্বরের মধ্যে EMU স্পেশাল ট্রেন চলবে বলে রেল সূত্রে খবর।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন