স্বাস্থ্য দপ্তরের বদলীর নির্দেশের বিরুদ্ধে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন, আর জি কর আন্দোলনের অন্যতম মুখ ডাক্তার দেবাশিস হালদার ও আশফাকুল্লা নাইয়া। মেরিট লিস্ট অনুযায়ী কাউন্সিলিং-এর পর সেই তালিকা না মেনে উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাঁদের অন্যত্র বদলী করা হয়েছে বলে অভিযোগ। এই সিদ্ধান্তকে প্রতিহিংসামূলক বলে দাবী করে আজ বিচারপতি পার্থ সারথি চট্টোপাধ্যায়ের অবকাশকালীন বেঞ্চে দৃষ্টি আকর্ষণ করেছেন তাঁরা। বিচারপতি, মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন। আগামী ৫’ই জুন, এই মামলার শুনানি।
ডাক্তারদের পক্ষে আইনজীবিদের বক্তব্য, গ্রামে গিয়ে পরিষেবা দিতে তাঁদের কোনো সমস্যা নেই, কিন্তু কাউন্সিলিং-এর সময় যে হাসপাতালে পাঠানোর সিদ্ধান্ত হয়েছিল, তা-ই বলবত রাখা হোক।
উল্লেখ্য, বদলীর নির্দেশ দেওয়া তিন ডাক্তারের মধ্যে অনিকেত মাহাতো এখনো আদালতে যাননি। তবে তিনি আজই আবেদন জানাতে পারেন।