স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক জানিয়েছে যে এ মাসের ২০ তারিখ পর্যন্ত স্বাস্থ্য নারী সশক্ত পরিবার অভিযানের আওতায় সারা দেশে ২ লক্ষ ৮৩ হাজারেরও বেশি স্বাস্থ্য শিবির আয়োজন করা হয়েছে। ১৭ সেপ্টেম্বর শুরু হওয়া এই অভিযানে দেশজুড়ে ব্যাপক অংশগ্রহণ লক্ষ্য করা যাচ্ছে, যেখানে লক্ষ লক্ষ নারী, শিশু এবং পরিবার স্বাস্থ্যসেবা থেকে উপকৃত হচ্ছেন। মন্ত্রক আরও জানিয়েছে যে দেশব্যাপী ৭৬ লক্ষেরও বেশি নাগরিক এই অভিযানের জন্য নাম নথিভুক্ত করেছেন।
Site Admin | September 21, 2025 9:56 PM
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক জানিয়েছে যে এ মাসের ২০ তারিখ পর্যন্ত স্বাস্থ্য নারী সশক্ত পরিবার অভিযানের আওতায় সারা দেশে ২ লক্ষ ৮৩ হাজারেরও বেশি স্বাস্থ্য শিবির আয়োজন করা হয়েছে।
