স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জগত প্রকাশ নাড্ডা গতকাল দেশে যক্ষ্মা নির্মূলীকরণের অগ্রগতি নিয়ে ছটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের স্বাস্থ্য মন্ত্রীদের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে যক্ষ্মায় আক্রান্ত এবং মৃত্যুর সংখ্যা দ্রুত হ্রাসের প্রয়োজনীয়তার উপর গুরুত্ব দিয়েছেন মন্ত্রী। তিনি বলেন দেশে প্রতি এক লক্ষ জনসংখ্যায় আক্রান্তের সংখ্যা ৪৭ এ নামিয়ে আনার লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে। যক্ষ্মা আক্রান্তদের মৃত্যুর সংখ্যাও প্রতি ১ লক্ষ জনসংখ্যায় ৩ এর নিচে আনার লক্ষ্যমাত্রা সরকার ধার্য করেছে। তিনি রাজ্যগুলির স্বাস্থ্যমন্ত্রীদের যক্ষ্মা রোগ সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ের উপর নিয়মিত নজরদারি এবং পর্যালোচনার আহ্বান জানান। একশ দিনের টিবি মুক্ত ভারত অভিযানে রাজ্যগুলি যেভাবে সক্রিয় অংশগ্রহণ করেছে তার প্রশংসা করেছেন স্বাস্থ্যমন্ত্রী।
Site Admin | May 31, 2025 7:08 AM
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জগত প্রকাশ নাড্ডা গতকাল দেশে যক্ষ্মা নির্মূলীকরণের অগ্রগতি নিয়ে ছটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের স্বাস্থ্য মন্ত্রীদের সঙ্গে বৈঠক করেছেন।
