স্বাস্থ্যসেবা ও সংশ্লিষ্ট বেশ কিছু বিষয় এবার থেকে দূরশিক্ষা বা অনলাইন মাধ্যমে পড়ানো যাবে না বলে ঘোষণা করেছে ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন (UGC)। চলতি জুলাই – আগস্ট শিক্ষাবর্ষ থেকেই এই নির্দেশ কার্যকর হবে বলে ইউজিসির তরফে একটি নির্দেশিকায় জানানো হয়েছে। ২০২১ সালের ন্যাশনাল কমিশন ফর অ্যালাইড অ্যান্ড হেলথ কেয়ার প্রফেশনস্ আইনে স্বাস্থ্যসেবা সংক্রান্ত যে বিষয়গুলির উল্লেখ রয়েছে সেগুলির ওপরে এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। যেসব উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলি এতদিন দূরশিক্ষা বা অনলাইনে এই কোর্সগুলি করার সুযোগ দিত, এবার থেকে তাদের তা বন্ধ করতে হবে বলে নির্দেশিকায় বলা হয়েছে। যে বিষয়গুলি দূর শিক্ষা ও অনলাইনে পড়ানোর ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে তার মধ্যে রয়েছে মনোবিদ্যা, পুষ্টি বিজ্ঞান, মাইক্রোবায়োলজি, বায়োটেকনোলজির মতো বেশ কিছু বিষয়।
উল্লেখ্য, কোনো উচ্চশিক্ষা প্রতিষ্ঠানেই জুলাই-আগস্ট মাস থেকে এই বিষয়গুলি দূরশিক্ষা ও অনলাইন মাধ্যমে পড়ানোর জন্য শিক্ষার্থী ভর্তির অনুমতি দেওয়া হবে না।