স্বাধীনতা দিবস উপলক্ষ্যে দক্ষিণ পূর্ব রেল বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে। সেই অনুসারে, 08037 শালিমার – Malatipatpur স্পেশাল আগামী ১৪ আগস্ট রাত ৯ টা ২০ মিনিটে শালিমার থেকে ছেড়ে পরদিন সকাল সাড়ে সাতটায় Malatipatpur তে পৌঁছাবে। ফিরতি পথে 08038 Malatipatpur – শালিমার স্পেশাল আগামী ১৫ আগস্ট সন্ধ্যা ৭ টা ৪০ মিনিটে Malatipatpur ছেড়ে পরদিন ভোর চারটে ১৫ মিনিটে শালিমার পৌঁছাবে। যাতায়াতের পথে ট্রেনটি দক্ষিণ পূর্ব রেলের অধীনস্থ সাঁতরাগাছি, খড়গপুর এবং বালেশ্বর স্টেশনে থামবে। অন্যদিকে, 08097 শালিমার – দীঘা স্পেশাল শালিমার থেকে আগামী ১৫ আগস্ট সকাল ৮ টায় ছেড়ে সকাল ১১ টা ৫৫ মিনিটে দীঘায় পৌঁছাবে এবং ফিরতি পথে 08098 দীঘা – শালিমার স্পেশাল দীঘা থেকে ওই দিন দুপুর ১ টা ২০ মিনিটে ছেড়ে বিকেল সাড়ে ৫ টায় শালিমার পৌঁছাবে। যাতায়াতের পথে উভয় দিকে সাঁতরাগাছি, উলুবেড়িয়া, বাগনান, মেচেদা, তমলুক এবং কাঁথি স্টেশনে থামবে বলে দক্ষিণ পূর্ব রেল সূত্রের খবর।
Site Admin | August 12, 2025 9:15 PM
স্বাধীনতা দিবস উপলক্ষ্যে দক্ষিণ পূর্ব রেল বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে।
