মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
Listen to live radio

May 7, 2025 8:27 AM

printer

স্নাতক স্তরে অভিন্ন বিশ্ববিদ্যালয় প্রবেশিকা পরীক্ষা-CUET UG, আপাতত  স্থগিত করে দেওয়া হয়েছে

স্নাতক স্তরে অভিন্ন বিশ্ববিদ্যালয় প্রবেশিকা পরীক্ষা-CUET UG, আপাতত  স্থগিত করে দেওয়া হয়েছে। ন্যাশনাল টেস্টিং এজেন্সি-NTA গতরাতে এই ঘোষণা করে জানায়, ১৩’ই মে এই পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল আগামীকাল। NTA জানিয়েছে, আজ ‘সিটি ইন্টিমেশন স্লিপ’ পাঠানো শুরু হবে।

উল্লেখ্য, এবছর রেকর্ড সংখ্যক সাড়ে ১৩ লক্ষ পরীক্ষার্থী CUET UG-র জন্য আবেদন করেছে। গতবার থেকে কম্পিউটার বেস্ট টেস্ট চালু হয়েছে। ২০২৪ সালে থেকে এই পরীক্ষা প্রথম হাইব্রিড মোডে নেওয়া হয়।