স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘের সঞ্চার হওয়ায় দক্ষিণবঙ্গের কিছু জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা। আগামী সোমবার বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়তে পারে। তবে অস্বস্তিকর গরম বজায় থাকবে বলে আকাশবাণীকে জানিয়েছেন, আলিপুর আবহাওয়া দপ্তরের বিজ্ঞানী সৌরিশ বন্দ্যোপাধ্যায়।
এদিকে, উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ার জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। দক্ষিণবঙ্গে এখনই দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু প্রবেশ করার কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছেন তিনি।