স্কুল সার্ভিস কমিশনের ২০১৬ সালের নিয়োগের প্রেক্ষিতে, নতুন রুল জারি ও অতিরিক্ত শূন্যপদে নিয়োগের বিরোধিতা করে দায়ের হওয়া মামলায় কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ আজ তাদের রায় ঘোষণা করবে। এর আগে বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি স্মিতা দাস দের ডিভিশন বেঞ্চ জানিয়েছিল, চিহ্নিত অযোগ্য প্রার্থীরা পরীক্ষায় বসতে পারবে না। তবে ২০১৬ সালের রুল ২০২৫ সালে এসে সংশোধন করা এবং নতুন বিজ্ঞপ্তিতে অতিরিক্ত শূন্যপদ তৈরী, শিক্ষাগত যোগ্যতার ওপর ভিত্তি করে নম্বর বেধে দেওয়ার বিষয়টি নিয়ে গত শুক্র ও সোমবার ডিভিশন বেঞ্চে দিনভর শুনানি চলে। এরপর রায় স্থগিত রাখা হয়।
Site Admin | July 16, 2025 10:20 AM
স্কুল সার্ভিস কমিশনের ২০১৬ সালের নিয়োগের প্রেক্ষিতে, নতুন রুল জারি ও অতিরিক্ত শূন্যপদে নিয়োগের বিরোধিতা করে দায়ের হওয়া মামলায় কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ আজ তাদের রায় ঘোষণা করবে।
