মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

July 14, 2025 9:05 PM

printer

স্কুল সার্ভিস কমিশনের শিক্ষক নিয়োগের পরীক্ষার আবেদনের সময়সীমা এক সপ্তাহ বাড়ানো হয়েছে।

স্কুল সার্ভিস কমিশনের শিক্ষক নিয়োগের পরীক্ষার আবেদনের সময়সীমা এক সপ্তাহ বাড়ানো হয়েছে। আগের বিজ্ঞপ্তি অনুযায়ী আজই ছিল আবেদন জানানোর শেষ দিন। তবে এসএসসির তরফে জানানো হয়েছে, ২১ জুলাই বিকেল ৫ টা ৫৯ মিনিট পর্যন্ত অনলাইনে প্রার্থীরা আবেদন জানানো যাবে। ওই দিন রাত ১১ টা ৫৯ মিনিট পর্যন্ত আবেদনের ফি জমা দেওয়া যাবে। গত ১৬ই জুন থেকে অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয়।

 নবম-দশমে ২৩ হাজার ২১২ এবং একাদশ-দ্বাদশে ১২ হাজার ৫১৪ শূন্যপদে শিক্ষক নিয়োগ করা হবে। লিখিত পরীক্ষা হবে সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে। অক্টোবর মাসের চতুর্থ সপ্তাহে ফল প্রকাশ। ইন্টারভিউয়ের সম্ভাব্য সময় নভেম্বর মাসের প্রথম থেকে তৃতীয় সপ্তাহ পর্যন্ত। প্যানেল প্রকাশিত হবে ২৪ শে নভেম্বর। কাউন্সেলিং শুরু হবে ২৯ শে নভেম্বর থেকে।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন