স্কুল সার্ভিস কমিশনের নতুন নিয়োগ পরীক্ষায় বসতে চেয়ে অযোগ্য চিহ্নিতদের করা আবেদন কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চও খারিজ করে দিয়েছে। সিঙ্গল বেঞ্চ আগেই তাদের আবেদন বাতিল করে দিয়েছিল। সেই নির্দেশের বিরুদ্ধে অযোগ্য কয়েকশো প্রার্থী বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি ঋতব্রত কুমার মিত্রের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছিলেন। শুনানি চলাকালীন এই ধরনের প্রার্থীদের অ্যাডমিট কার্ড ইস্যু করার জন্য স্কুল সার্ভিস কমিশনকে তীব্র ভররৎসনা করেন বিচারপতিরা। এই মুহূর্তে বেঞ্চ এই বিষয়ে কোনওরকম হস্তক্ষেপ করবে না বলেও জানিয়ে দিয়েছে।
এদিকে অযোগ্য, চিহ্নিত প্রার্থীদের একাংশ পরীক্ষায় বসতে চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলে তাদের আবেদনও খারিজ করে দিয়েছে শীর্ষ আদালত। এবিষয়ে সুনির্দিষ্ট রায় ঘোষণার পরেও আইনজীবীরা অযোগ্যদের হয়ে কীভাবে আদালতে আবেদন করছেন সেই প্রশ্ন তুলেছেন বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি অলোক আরাধের বেঞ্চ। অযোগ্যদের হেফাজতে নিয়ে সিবিআই কেন জিজ্ঞাসাবাদ করছে না, সে ব্যপারেও জানতে চান বিচারপতিরা।