সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী আজ গাড়োয়াল অঞ্চলের সীমান্ত পোস্ট পরিদর্শন করেন। এই সফরে উত্তরাখণ্ডের গাড়োয়ালের সীমান্ত এলাকায় মোতায়েন বাহিনীর অপারেশনাল এবং প্রশাসনিক প্রস্তুতি পর্যালোচনা করেন। সীমান্ত রক্ষার দায়িত্বে থাকা সেনাদের সঙ্গে কথা বলার সময়ে তাদের নিষ্ঠা ও পেশাদারিত্বের প্রশংসা করেন। অন্যদিকে জেনারেল দ্বিবেদী জ্যোতির্মঠে কমিউনিটি রেডিও স্টেশন, আইবেক্স তারানা ৮৮.৪ এফএম-এর উদ্বোধন করেন।
Site Admin | June 8, 2025 9:21 PM
সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী আজ গাড়োয়াল অঞ্চলের সীমান্ত পোস্ট পরিদর্শন করেন।
