মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

সিঙ্গাপুর ওপেন ব্যাডমিন্টন টুর্নামেন্টে পুরুষদের ডাবলসের সেমিফাইনালে পৌঁছলেন চিরাগ শেট্টি ও সাত্ত্বিক সাইরাজ জুটি।

সিঙ্গাপুর ওপেন ব্যাডমিন্টন টুর্নামেন্টে পুরুষদের ডাবলসের সেমিফাইনালে পৌঁছলেন চিরাগ শেট্টি ও সাত্ত্বিক সাইরাজ জুটি। আজ সিঙ্গাপুর ইনডোর ষ্টেডিয়ামে সাত্ত্বিক ও চিরাগ জুটি মালয়েশিয়ার গোহ ফেই ও নুর ইজউদ্দিন জুটিকে ২১-১৭, ২১-১৫ স্কোরে পরাজিত করেছে। কাল সেমিফাইনালে নামতে চলেছে ভারতের এই ডাবলস জুটি মালয়েশিয়ার চিয়া ও সো ইক জুটির বিরুদ্ধে।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন