সিঙ্গাপুর ওপেন ব্যাডমিন্টন টুর্নামেন্ট এ দ্বিতীয় রাউন্ডে পৌঁছলো পি ভি সিন্ধু এবং এইচ ইস প্রণয়। টুর্নামেন্টের প্রথম দিনেই মহিলাদের সিঙ্গলসে ভারতীয় পি ভি সিন্ধু কানাডার ওয়েন যু ঝাংয়কে ২১-১৪,২১-৯ স্কোরে পরাজিত করেছে। পুরুষদের সিঙ্গেলস এ ভারতের এইচ ইস প্রণয় ডেনমার্কের রাসমাস জেমক কে ১৯-২১,২১-১৬,২১-১৪ স্কোরে পরাজিত করেছে। অন্যদিকে ভারতের প্রিয়াংশু রাজাওয়াত জাপানের কোরাই নারোকার কাছে ২১-১৪,১০-২১,১৪-২১ স্কোরে পরাজিত হয়েছে। এছাড়াও ভারতের কিরণ জর্জ, আনমোল খারব, রক্ষিতা সন্তোষ,মালবিকা বনসোড এবং ধ্রুব কপিলা ও তানিশা জুটি পরাজিত হয়েছে। আগামীকাল ভারতের হয়ে পুরুষদের সিঙ্গেলস এ লক্ষ সেন মুখোমুখি হবে চাইনিজ তাইপির লিন চুন য়ির এবং পুরুষদের ডাবলসে র্যাঙ্কিরেড্ডি ও সাত্তিক সাইরাজ জুটি মালয়েশিয়ান জুটি চুং হোন এবং মহম্মদ হাইকালের মুখোমুখি হবে।
Site Admin | May 27, 2025 9:58 PM
সিঙ্গাপুর ওপেন ব্যাডমিন্টন টুর্নামেন্ট এ দ্বিতীয় রাউন্ডে পৌঁছলো পি ভি সিন্ধু এবং এইচ ইস প্রণয়।
