সিকিম সরকার দীর্ঘ পাঁচবছর পর ভগবান শিবের মন্দির কৈলাস মানস সরোবর যাত্রা আয়োজনের জন্য প্রস্তুতি নিচ্ছে। ১৫ জুন তীর্থযাত্রীদের প্রথম দল গ্যাংটকে এই যাত্রা শুরু করবে। সিকিম সরকারের পর্যটন ও অসামরিক বিমান পরিবহন বিভাগের অতিরিক্ত মুখ্য সচিব সি.এস. রাও জানিয়েছেন, কৈলাস মানস সরোবর যাত্রা গ্যাংটক থেকে শুরু হয়ে নাথুলা পর্যন্ত যাবে, তারপর চীনা ভূখণ্ড অতিক্রম করে কৈলাস ও মানস সরোবরে পৌঁছবে। পুরো যাত্রা শেষ হতে প্রায় ২০-২১ দিন সময় লাগবে বলে আশা করা হচ্ছে।
Site Admin | June 2, 2025 10:13 AM
সিকিম সরকার দীর্ঘ পাঁচবছর পর ভগবান শিবের মন্দির কৈলাস মানস সরোবর যাত্রা আয়োজনের জন্য প্রস্তুতি নিচ্ছে।
