সাম্প্রতিক সময়ে ভারত এক রূপান্তরের মধ্যে দিয়ে চলেছে বলে কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্প মন্ত্রী পীযূস গোয়েল উল্লেখ করেছেন। বর্তমানে দেশের ক্রমবর্ধমান অর্থনৈতিক আত্মবিশ্বাস এবং আন্তর্জাতিক অবস্থান প্রতিফলিত হচ্ছে। নতুন দিল্লীতে অ্যাসোচ্যামের ১শো৫ তম বার্ষিক সম্মেলনে শ্রী গোয়েল বলেন, বিশ্ব আজ গুরুত্বপূর্ণ বাণিজ্যিক অংশীদার এবং বিশ্বস্ত সঙ্গী হিসেবে ভারতকে স্বীকৃতি দিয়েছে।
এদিকে, সড়ক ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়কড়ি বলেছেন, চলতি বছরের শেষ নাগাদ ভারতে পরিবহণ খরচ দেশের মোট অভ্যন্তরীন উৎপাদনের ১৬ শতাংশ থেকে একক সংখ্যায় নেমে আসবে। অ্যাসোচেমের ওই সম্মেলনে শ্রী গড়কড়ি বলেন, দেশে পরবহন খরচা বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্র বা চীনের মতো প্রধান প্রতিদ্বন্দ্বী দেশগুলির থেকে বেশী । যা রপ্তানীতে বাধা সৃষ্টি করছে। পরিবহনের খরচ হ্রাস, উন্নত পরিবহণ ব্যবস্থা এবং দেশীয় উতপাদনকে আরো চাঙা করার মাধ্যমে এই পরিমাণ বৃদ্ধি করা সম্ভব।