মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

June 1, 2025 8:35 AM

printer

সামাজিক ন্যায় বিচার ও ক্ষমতায়ন সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি গতকাল কলকাতায় মেট্রো রেল, পূর্ব রেল, দক্ষিণ পূর্ব রেলের আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন

সামাজিক ন্যায় বিচার ও ক্ষমতায়ন সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারপারসন P.C. Mohan সহ অন্যান্য সদস্যরা গতকাল কলকাতায় মেট্রো রেলের জেনারেল ম্যানেজার P Uday Kumar Reddy, পূর্ব রেলের জেনারেল ম্যানেজার Milind K Deouskar, দক্ষিণ পূর্ব রেলের জেনারেল ম্যানেজার Anil Kumar Mishra সহ রেলের সিনিয়র আধিকারিকরা এক গুরুত্বপুর্ন বৈঠক করেন। সামাজিক ন্যায় বিচার ও ক্ষমতায়ন সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য রা মেট্রো রেলে Accessible India Campaign (#AIC) প্রকল্পের আওতায় গৃহীত পদক্ষেপগুলি পর্যালোচনা করেছেন।প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য মেট্রো পরিষেবা গুলির সহজলভ্যটা নিশ্চিত করতে এবং এই বিষয়ে আরো উন্নতির জন্য পরামর্শ দিয়েছেন। দিব্যাঙ্গজনদের আরও সুবিধা নিশ্চিত করতে মেট্রোর প্রচেষ্টা কে সমর্থন করার ইচ্ছা প্রকাশ করেছেন। 

মেট্রো রেলের জেনারেল ম্যানেজার তাঁদেরকে মেট্রো রেল কর্তৃপক্ষের সুযোগ সুবিধা বৃদ্ধির জন্য গৃহীত বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে অবহিত করেন । এবং সামাজিক ন্যায় বিচার ও ক্ষমতায়ন সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চেয়েরপারসন ও সদস্যদের দেওয়া পরামর্শ যথাযথ বিবেচনা ও সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন বলে মেট্রো রেল সূত্রের খবর।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন