সাউথ কলকাতা ল কলেজে ধর্ষণের ঘটনায় মূল অভিযুক্ত, অস্থায়ী কর্মী মনোজিৎ মিশ্রকে চাকরি থেকে বহিষ্কারের নির্দেশ দিয়েছে উচ্চ শিক্ষা দফতর। এছাড়াও অপর দুই অভিযুক্ত ঐ কলেজের বর্তমান ছাত্র প্রোমিত মুখোপাধ্যায় এবং জায়েব আহমেদকেও বহিষ্কারের কথা বলা হয়েছে।
ঘটনার প্রেক্ষিতে কলেজ কর্তৃপক্ষকে সাত দফা নির্দেশিকা দিয়েছে উচ্চ শিক্ষা দফতর। এতে বলা হয়েছে, যে সংস্থার মাধ্যমে ঐ কলেজে নিরাপত্তারক্ষী নিযুক্ত হত, তাদের শো-কজ করতে হবে। এছাড়াও প্রাক্তন পড়ুয়া বা কোনও বহিরাগত কলেজের মধ্যে ঢুকতে পারবে না। কলেজের অভ্যন্তরীণ নিরাপত্তা কমিটির বৈঠক ডাকারও নির্দেশ দেওয়া হয়েছে। কলেজে আরও সিসিটিভি লাগানোর প্রয়োজন রয়েছে কিনা, তাও খতিয়ে দেখতে হবে। নির্ধারিত সময়ের পর ফাঁকা রাখতে হবে কলেজ ক্যাম্পাস।
এদিকে, মনোজিত্ মিশ্রের বার কাউন্সিলের লাইসেন্স বাতিল করার আবেদন জানিয়ে বার কাউন্সিল অফ ইন্ডিয়া এবং রাজ্য বার কাউন্সিলের চেয়ারম্যানকে চিঠি দিয়েছেন যোগেশ চন্দ্র চৌধুরী ল-কলেজের ছাত্রছাত্রীরা।
অন্যদিকে, কলেজ ক্যাম্পাসে তরুণী পড়ুয়াকে ধর্ষনের ফলে উদ্ভূত পরিস্থিতিতে সাউথ ক্যালকাটা ল কলেজে অনির্দিষ্টকালের জন্য ক্লাস বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কলেজের পরিচালন সমিতির বৈঠকে গতকাল এই সিদ্ধান্ত হয়।