মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

May 27, 2025 3:29 PM

printer

সর্বদলীয় প্রতিনিধি দল বিভিন্ন দেশ সফর করে সন্ত্রাসবাদের বিষয়ে নতুন দিল্লির আপোষহীন নীতির কথা তুলে ধরছে

জঙ্গী কার্যকলাপের পেছনে পাকিস্তানের সমর্থনকে বিশ্বের কাছে ফাঁস করে দিতে ভারতের সর্বদলীয় প্রতিনিধি দল বিভিন্ন দেশ সফর করে সন্ত্রাসবাদের বিষয়ে নতুন দিল্লির আপোষহীন নীতির কথা তুলে ধরছে।

কংগ্রেস সাংসদ শশী থারুর নেতৃত্বে সর্ব দলীয় প্রতিনিধি দল দক্ষিণ আমেরিকার দেশ গোয়ানা সফর করছেন। সাংবাদিকদের ডক্টর থারুর বলেন, ভারতে আত্মরক্ষার অধিকারকে সমর্থন জানিয়েছে গায়ানা। বর্তমানে রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদের সদস্য হিসেবে ভারতের কাছে গায়ানার গুরুত্ব অপরিসীম।

প্রতিনিধি দলটি সেদেশে রাষ্ট্রপতি মহম্মদ ইরফান আলির সঙ্গে সাক্ষাৎ করেছেন। তিনি বলেন, সন্ত্রাসবাদ এবং চরমপন্থা যেকোন মূল্যে মানবতা বিরোধী। গায়ানা সন্ত্রাসবাদকে কোনভাবেই সমর্থন করে না।

জে ডি ইউ সাংসদ সঞ্জয় কুমার ঝা-র নেতৃত্বে অপর একটি প্রতিনিধি দল সিঙ্গাপুরের মন্ত্রিবর্গের সঙ্গে সাক্ষাৎ করেছেন। পাহেলগাঁও-এ সাম্প্রতিক সন্ত্রাসবাদী হামলা, অপারেশন সিন্দুর এবং জঙ্গি কার্যকলাপ মোকাবিলায় ভারতে নিউ নর্মাল নীতির কথা তুলে ধরেন তারা।

বিজেপি সাংসদ রবিশঙ্কর প্রসাদের নেতৃত্বে একটি  প্রতিনিধি দল ফ্রান্স সফর করছেন।শ্রী প্রসাদ গতকাল প্যারিসে  সেখানে বসবাসকারী ভারতীয়দের সঙ্গে এক মত বিনিময় অনুষ্ঠানে বলেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারত  একজোট হয়েই লড়াই করছে এবং আগামী দিনেও তা করবে। গোটা বিশ্বের সামনেই এ কথা তুলে ধরতে চায় ভারত।

শ্রী প্রসাদ আরও বলেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের এই অবস্থান সুস্পষ্ট ভাবে বিশ্বের সামনে তুলে ধরতেই ৭টি সর্বদলীয় প্রতিনিধিদল কে বিভিন্ন দেশে পাঠানো হয়েছে।

ফ্রান্স থেকে এই প্রতিনিধিদল ইতালি গেছে। সেখান থেকে তারা ব্রিটেন , জার্মানি, ডেনমার্ক ও ইয়োরোপীয় ইউনিয়ন সফর করবে। ডিএমকে সাংসদ কানিমোড়ির নেতৃত্বে স্লোভানিয়ায় সফর করছেন।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন