দেশের মাটি থেকে সন্ত্রাসবাদের যেকোনরকম কাঁটা উপড়ে ফেলা হবে বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হুঁশিয়ারী দিয়েছেন। গুজরাট সফরের দ্বিতীয় দিনে আজ গান্ধীনগর থেকে অপারেশন সিন্দুর সম্মান যাত্রার সূচনা করেন তিনি।
পরে এক জনসভায় শ্রী মোদী বলেন, ভারত এবার থেকে যেকোন আঘাতের জোরালো
প্রত্যাঘাত করবে। গত ৭৫ বছর ধরে পাকিস্তান থেকে ভারতের মাটিতে সন্ত্রাসবাদী কাজ কর্ম চালানোর ব্যাপারে মদত দেওয়া হচ্ছে। কিন্তু ভারতীয় সেনা কোনভাবেই এর সামনে মাথা নিচু করেনি।
উল্লেখ্য, রাজভবন থেকে শুরু হওয়া এই অপারেশন সিন্দুর সম্মান যাত্রায় বিপুল সংখ্যক মানুষ অংশগ্রহণ করেন। উৎসাহী জনতা তেরঙ্গা হাতে পুষ্পবৃষ্টি করতে থাকেন। উপস্হিত ছিলেন, গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল, কেন্দ্রীয় মন্ত্রী সি আর পাতিল প্রমুখ।