সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের আপোষহীন নীতির বার্তা বহনকারী ৭টি বহুদলীয় সংসদীয় প্রতিনিধি দলের মধ্যে চারটি দল বিভিন্ন দেশ সফর শেষে ভারতে ফিরে এসেছে। সফরকালে প্রতিনিধিদলগুলি সংশ্লিষ্ট দেশগুলির নেতৃবৃন্দ, বরিষ্ঠ আধিকারিক, বুদ্ধিজীবী, সংবাদ মাধ্যম এবং প্রবাসী ভারতীয়দের সঙ্গে বৈঠক করে।
শিব সেনা সাংসদ শ্রীকান্ত শিন্ডের নেতৃত্বাধীন দলটি আজ সকালে নতুনদিল্লি পৌঁছেছে। এই দলটি সংযুক্ত আরব আমিরশাহী, লাইবেরিয়া, গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র এবং সিয়েরা লিওন সফরে অপারেশন সিন্দুরের সাফল্যের কথা তুলে ধরেছে।
এনসিপি (এসপি) সাংসদ সুপ্রিয়া সুলে নেতৃত্বাধীন প্রতিনিধি দল, কাতার, দক্ষিণ আফ্রিকা, ইথিওপিয়া এবং মিশর সফর শেষে আজ অপরাহ্ণে দেশে ফিরছে।
বিজেপি সাংসদ রবিশঙ্কর প্রসাদের নেতৃত্বে সংসদীয় প্রতিনিধিদল বর্তমানে বেলজিয়ামের ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তর সফর করছে।
কংগ্রেস সাংসদ ডঃ শশী থারুরের নেতৃত্বে প্রতিনিধি দলটি ওয়াশিংটন ডিসিতে পৌঁছেছে। মার্কিন কংগ্রেস এবং প্রশাসনের শীর্ষ আধিকারিক, বুদ্ধিজীবী, সংবাদ মাধ্যম এবং নীতিনির্ধারকদের সঙ্গে সাক্ষাৎ করবেন তাঁরা।