মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

May 28, 2025 9:47 PM

printer

সন্ত্রাসবাদের বিরুদ্ধে নতুন দিল্লির আপোষহীন নীতির কথা ভারতের বহুদলীয় প্রতিনিধি দলগুলির মাধ্যমে বিশ্বজুড়ে প্রতিধ্বনিত হচ্ছে

সন্ত্রাসবাদের বিরুদ্ধে নতুন দিল্লির আপোষহীন নীতির কথা ভারতের বহুদলীয় প্রতিনিধি দলগুলির মাধ্যমে বিশ্বজুড়ে প্রতিধ্বনিত হচ্ছে। দলের প্রতিনিধিরা একের পর এক বিভিন্ন দেশের নেতৃবৃন্দ সাংসদ, চিন্তাবিদ গণমাধ্যম, নাগরিক সমাজের সঙ্গে মতবিনিময় করছেন,  মুখোশ খুলে যাচ্ছে সীমান্ত পার থেকে সন্ত্রাসবাদে মদতদাতা পাকিস্তানের। 

কংগ্রেস সংসদ শশী থারুরের নেতৃত্বে বহুদলীয় ভারতীয় প্রতিনিধি দল পানামা এসেম্বলির প্রেসিডেন্ট ডানা কাস্তানেদার  সঙ্গে বৈঠক করেন। বৈঠকে থারুর বলেছেন, ভারতের যুদ্ধে কোন আগ্রহ নেই, কিন্তু সন্ত্রাসবাদী কার্যকলাপের শাস্তি অবশ্যই হওয়া উচিত বলে দেশ মনে করে। পেহেলগাও-এ জঙ্গি হানার ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পাকিস্তান ব্যর্থ হওয়ার পরই ভারত সন্ত্রাসবাদের সদর দপ্তরে আঘাত হেনেছে।

সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে ভারতের পাশে দাঁড়ানোর জন্য তিনি পানামার কাছে আবেদন জানান।

দক্ষিণ আফ্রিকায় এন সি পি-এসসিপি সাংসদ সুপ্রিয়া সুলের নেতৃত্বে প্রতিনিধি দল অপারেশন সিন্দুর অভিযানে   ভারতের নিয়ন্ত্রিত এবং নির্দিষ্ট লক্ষ্যে আঘাত হেনে উত্তেজনা না বাড়িয়ে সন্ত্রাসবাদ মোকাবিলায় দায়বদ্ধতা সম্পর্কে সংশ্লিষ্ট সব পক্ষকে অবহিত করেন। তারা সন্ত্রাসবাদী এবং তাদের মদতদাতাদের মধ্যে বিভেদ না করার, দশকের পর দশক ভারতের বিরুদ্ধে ব্যবহারের জন্য তৈরি সীমান্তপার জঙ্গি পরিকাঠামো ধ্বংস করার উপর বিশেষ গুরুত্ব দেন।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন