সংঘ লোকসেবা আয়োগ, UPSC ২০২৪ সালে সিভিল সার্ভিস পরীক্ষার ফলাফল প্রকাশ করেছে। শ্রীমতি শক্তি দুবে এই পরীক্ষায় দেশের মধ্যে প্রথম স্থান দখল করেছেন। মোট এক হাজার ৯ জন প্রার্থী পরীক্ষায় সফল হয়েছেন।
উল্লেখ্য, আইএএস, আইএফএস, আইপিএস এবং কেন্দ্রীয় পরিষেবার গ্রুপ এ এবং গ্রুপ বি পদে এই পরীক্ষায় সফল প্রার্থীদের নিয়োগ করা হয়।
পরীক্ষায় দ্বিতীয় স্থান পেয়েছেন হর্ষিতা গোয়েল এবং তৃতীয় স্থান লাভ করেছেন শ্রীমতি শাহ মার্গি চিরাগ। ২৫ জন শীর্ষ স্থানাধীকারীর মধ্যে ১১ জন মহিলা এবং ১৪ জন পুরুষ রয়েছেন।