শ্রীনগরে তিন দিনের “খেলো ইন্ডিয়া ওয়াটার স্পোর্টস ফেস্টিভ্যাল” আজ সন্ধ্যায় শেষ হয়েছে। প্রথম খেলো ইন্ডিয়া ওয়াটার স্পোর্টস ফেস্টিভ্যালে মধ্যপ্রদেশ ১০টি স্বর্ণপদক সহ ১৮টি পদক জিতে পদক তালিকার শীর্ষে রয়েছে। গতকাল কায়াকিং এবং ক্যানোয়িংয়ে চারটি স্বর্ণ পদক সহ মধ্যপ্রদেশ আজ আরও ছয়টি স্বর্ণপদক জিতেছে।
ওড়িশা এবং কেরালার একুশ জন খেলোয়াড় ভারতীয় ক্রীড়া নিয়ন্ত্রক সংস্থা-SAI-এর প্রশিক্ষণ নিয়ে রোয়িংয়ের ১০টি ইভেন্টে দুটি সোনা সহ, দুটি রূপো এবং দুটি ব্রোঞ্জ পদক জিতেছে।
SAI এবং জম্মু-কাশ্মীর ক্রীড়া পরিষদ যৌথভাবে এই ইভেন্টের আয়োজন করে।