শ্রবণ ও বাক সমস্যা রয়েছে এমন ব্যক্তিদের কল্যাণে উদ্ভাবনী প্রক্রিয়া ও আধুনিক প্রযুক্তির সাহায্যে এগিয়ে আসার জন্য রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, সর্বভারতীয় স্পিচ অ্যান্ড হিয়ারিং প্রতিষ্ঠানকে আহ্বান জানিয়েছেন। একইসঙ্গে প্রতি বছর সাংকেতিক ভাষা দিবস পালনের জন্যও উদ্যোগী হতে বলেছেন তিনি। রাষ্ট্রপতি আজ মাইশুরুতে অল ইন্ডিয়া স্পিচ অ্যান্ড হিয়ারিং ইন্সটিটিউট বা AIISH-এর হীরক জয়ন্তী উদযাপন অনুষ্ঠানে যোগ দিয়ে বলেন, প্রতিষ্ঠানের উৎকর্ষ কেন্দ্রটিকে অবশ্যই অন্যান্য গবেষণা সংস্থা, স্টার্ট আপগুলির সঙ্গে একযোগে কাজ করতে হবে।
Site Admin | September 1, 2025 11:19 PM
শ্রবণ ও বাক সমস্যা রয়েছে এমন ব্যক্তিদের কল্যাণে উদ্ভাবনী প্রক্রিয়া ও আধুনিক প্রযুক্তির সাহায্যে এগিয়ে আসার জন্য রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, সর্বভারতীয় স্পিচ অ্যান্ড হিয়ারিং প্রতিষ্ঠানকে আহ্বান জানিয়েছেন।
