শিক্ষকদের চাকরি কেড়ে নিতে সিপিআইএম ও বিজেপি একজোট হয়ে আদালতে মামলা করেছে বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অভিযোগ করেন। তিনি আজ বলেন আদালতের রায়ের প্রেক্ষিতে সব আইনি দিক বিবেচনা করেই শিক্ষকদের বাঁচাতে রাজ্য সরকার সবরকমের চেষ্টা করছে। এইভাবে সমাধানের একটা পথ বেরিয়ে আসবে বলেও তিনি আশা প্রকাশ করেন।
এই প্রসঙ্গে তিনি ২০০৭ সালে মধ্যপ্রদেশে ব্যাপম কেলেংকারির কড়া সমালোচনা করেন। যুক্তরাষ্ট্রীয় কাঠামো ভেঙ্গে দিয়ে বিজেপি আদালতকে চালাচ্ছে বলেও মুখ্যমন্ত্রী অভিযোগ করেন।
এদিকে ২০১৬ সালে এসএলএসটির মাধ্যমে কাজে যোগ দেওয়া চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের একাংশ, রাজ্য সরকারের কাছে সুবিচারের আবেদন জানিয়েছেন। সুপ্রীম কোর্টের নির্দেশে চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের কয়েকজন আজ নবান্নে গিয়ে মুখ্যমন্ত্রীর দপ্তরে চিঠি দেন। সামাজিক মর্যাদা ও সুষ্ঠ ভাবে বেঁচে থাকার জন্যে তারা রাজ্য সরকারকে উদ্যোগী হওয়ার কথা বলেন।