শহরে করোনা নিয়ে এই মুহুর্তে উদ্বেগ ও আতঙ্কের কোনো কারণ নেই বলে কলকাতা পুরসভার ডেপুটি মেয়র অতীন ঘোষ আশ্বাস দিয়েছেন। পুরভবনে গতকাল তিনি সাংবাদিকদের বলেন, এখনও পর্যন্ত শহরে প্রায় তিনশো জন কোভিডে আক্রান্ত হয়েছেন। তবে এদের মধ্যে কারোর অবস্থাই সঙ্কটজনক নয়। আক্রান্তদের মধ্যে দুই থেকে তিন শতাংশ হাসপাতালে ভর্তি হয়েছেন। তারা মূলত বয়স্ক এবং একাধিক রোগে চিকিৎসাধীন। তবে এই আক্রান্তরাও দ্রুত সুস্থ হয়ে উঠছেন। নমুনা পরীক্ষার সংখ্যা বাড়লে আক্রান্তের সংখ্যা বাড়তে পারে বলে অতীন বাবু জানান। করোনার এই ভেরিয়েন্ট সংক্রামক হলেও ততটা প্রাণঘাতী নয় বলে জানিয়ে ডেপুটি মেয়র সংক্রমণ রোধে আবারও সাধারণ মানুষকে স্যানিটাইজার ও মাস্ক ব্যবহার এবং জ্বর, সর্দি, কাশি হলে শারীরিক দুরত্ব বজায় রাখা ও ভিড় এড়িয়ে চলার পরামর্শ দেন।
Site Admin | June 3, 2025 9:36 AM
শহরে করোনা নিয়ে এই মুহুর্তে উদ্বেগ ও আতঙ্কের কোনো কারণ নেই বলে কলকাতা পুরসভা দিয়েছেন
