মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

August 20, 2025 7:09 PM

printer

লোকসভায় আজ অনলাইন গেমিং – উৎসাহ ও নিয়ন্ত্রণ বিল ২০২৫ পাশ হয়েছে।

লোকসভায় আজ অনলাইন গেমিং – উৎসাহ ও নিয়ন্ত্রণ বিল ২০২৫ পাশ হয়েছে। এই বিলে ই স্পোর্টস এবং অনলাইন সোশ্যাল গেমসকে উৎসাহদানের ওঠা বলা হলেও অনলাইনে টাকা পয়সা দিয়ে গেম খেলা , বিজ্ঞাপন এবং তদসংক্রান্ত সেরকমই ক্ষতিকর কোনো খেলায় আর্থিক লেনদেনকে নিষিদ্ধ করার সংস্থান রয়েছে। এই ক্ষেত্রে নীতি প্রণয়ন, কৌশলগত উন্নয়ন এবং নিয়ন্ত্রণ নজরদা্রী চালানর জন্য একটি সুসংহত অনলাইন গেমিং কর্তৃপক্ষ নিয়োগ করার কথাও বয়লা হয়েছে। বৈদ্যুতিন ও তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণো এই বিলটি সভায় পেশ করেন। আকাশবাণীর সংবাদদাতা জানাচ্ছেন, এই বিলের উদ্দেশ্য হলো সাধারণ মানুষকে, বিশেষ করে যুব সমাজ এবং গেমসে আসক্ত শ্রেণীকে সামাজিক, অর্থনৈতিক, মানসিক বিপদ থেকে রক্ষা করা।  

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন

কোনো পোস্ট পাওয়া যায়নি।