লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী, জাতিভিত্তিক গণনা এবং আইন তৈরি করে কৃষকদের জন্য ন্যূনতম সহায়ক মূল্য নিশ্চিত করার দাবি জানিয়েছেন। নিম্নকক্ষে আজ ২০২৪-২৫-এর সাধারণ বাজেট নিয়ে আলোচনায় তিনি বলেন, ইন্ডি জোট ক্ষমতায় এলে এই দুটি বিষয় অগ্রাধিকারের তালিকায় রাখতো। অগ্নিবীর প্রকল্প নিয়েও কেন্দ্রীয় সরকারের প্রতি আক্রমণ শানিয়ে রাহুল বলেন, দেশের জনসংখ্যার ৭৩ শতাংশই তফসিলি জাতি, উপজাতি এবং অন্যান্য অনগ্রসর শ্রেনীর অন্তর্ভুক্ত। অথচ এই বাজেটে তাঁদের জন্য কিছুই নেই। মধ্যবিত্ত মানুষদের উপর করের বোঝা বাড়ছে বলে অভিযোগ করেন তিনি।
এদিকে, রাহুল গান্ধীর বেশ কিছু মন্তব্য অধ্যক্ষের মর্যাদা ক্ষুণ্ন করেছে বলে সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু অভিযোগ করেন। অগ্নিবীর প্রকল্প নিয়ে রাহুলের মন্তব্যের বিরোধীতা করে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেন, বিরোধী দলনেতা এই প্রকল্প নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছেন। সংসদে এই নিয়ে আলোচনা করতেও তিনি প্রস্তুত।
এর আগে আলোচনায় অংশ নিয়ে সমাজবাদী পার্টির ডিম্পল যাদব দাবি করেন, শিক্ষা ক্ষেত্রে বাজেট বরাদ্দ ক্রমশ কমছে। স্বাস্থ্য ক্ষেত্র নিয়েও বাজেটে জন্য কোনও পরিকল্পনা নেই। দেশে চিকিৎসক থেকে শুরু করে নার্স এবং টেকনিশিয়ানের ঘাটতি রয়েছে।
অন্যদিকে, বিজেপির সুরেশ কুমার কাশ্যপ কেন্দ্রীয় বাজেটের প্রশংসা করে বলেছেন, এটি দেশকে নতুন দিশা দেখাবে এবং আত্মনির্ভর করে তুলবে। যুব ও মহিলাদের জন্য বাজেটে বেশ কিছু উদ্যোগ নেওয়া হয়েছে । প্রধানমন্ত্রী আবাস যোজনার আওতায় তিন কোটি গৃহ নির্মাণের ঘোষণা দরিদ্রদের জন্য বড় উপহার। শিক্ষা, কর্মসংস্থান ও দক্ষতা বিকাশের ওপরেও বাজেটে বিশেষ নজর দেওয়া হয়েছে।