লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা বলেছেন যেকোনো ধরনের সন্ত্রাসবাদ সভ্যতা ও মানব উন্নয়নের পক্ষে সবচেয়ে বড় হুমকি। ভারত সফররত শ্রীলংকার সংসদে বিভিন্ন কমিটির চেয়ারম্যান ও উপাধ্যক্ষ ডক্টর রিজভী শালির নেতৃত্বাধীন প্রতিনিধি দলের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের সময় গতকাল এই মন্তব্য করেন। সন্ত্রাসবাদীর বিরুদ্ধে লড়াইয়ে সব দেশ একজোট হয়ে একটি অভিন্ন ফ্রন্ট এবং কৌশল নিয়ে রুখে দাঁড়াবে বলে শ্রীবিড়লা আশা প্রকাশ করেন। সন্ত্রাসবাদ এর বিরুদ্ধে লড়াইয়ে ভারতের প্রতি সংহতি জানানোয় লোকসভার অধ্যক্ষ , শ্রীলংকার সংসদীয় প্রতিনিধি দলকে ধন্যবাদ জানান। ভারত ও শ্রীলংকার মধ্যে সাংস্কৃতিক আধ্যাত্মিক এবং সভ্যতার ক্ষেত্রে ভাগ করে নেওয়া মূল্যবোধের উপর ভিত্তি করে দু’দেশের মৈত্রীর সম্পর্কের কথা , শ্রী বিড়লা তুলে ধরেন। যে অভিন্ন বৌদ্ধ ঐতিহ্য দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে যোগসূত্র, তাও তিনি গর্বের সঙ্গে উল্লেখ করেন। এই উপলক্ষে কথা বলার সময় শ্রী রিজভি সালিহ্, সেদেশের প্রতিনিধিদলের আতিথেয়তার জন্য শ্রী বিড়লাকে ধন্যবাদ জানানোর পাশাপাশি দু’দেশের শতাব্দী প্রাচীন ঐতিহাসিক সাংস্কৃতিক এবং সুপ্রাচীন সভ্যতা গত সম্পর্কের কথা উল্লেখ করেন। শ্রীলংকার কঠিন সময়ে ভারতের সাহায্যের জন্য তিনি ধন্যবাদ জানান এবং দু’দেশের সম্পর্ক আরো মজবুত হবে বলে আশা প্রকাশ করেন।
Site Admin | May 28, 2025 11:49 AM
লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা বলেছেন যেকোনো ধরনের সন্ত্রাসবাদ সভ্যতা ও মানব উন্নয়নের পক্ষে সবচেয়ে বড় হুমকি।
