লন্ডনের অল ইংল্যান্ড ক্লাবে আজ থেকে শুরু হতে চলেছে টেনিসের অন্যতম মর্যাদাপূর্ণ প্রতিযোগিতা উইম্বলডন ২০২৫ আজ থেকে শুরু হচ্ছে। প্রতিযোগিতা শেষ হবে ১৩ জুলাই পর্যন্ত। সম্প্রতি ফ্রেঞ্চ ওপেন জয়ী ও গত দু’বারের উইম্বলডন জয়ী কার্লোস আলকারাজ, বিশ্বর্যাঙ্কিংয়ে ১ নম্বরে থাকা জ্যানিক সিনার ও ২৪ টা গ্র্যান্ড স্লাম জয়ী নোভাক জকোভিচের বিরুদ্ধে খেলতে নামবেন।
পুরুষদের ডাবলস বিভাগে, ভারতের চারজন টেনিস খেলোয়াড় এই প্রতিযোগিতায় নামবেন। বর্ষীয়ান রোহন বোপান্না, বেলজিয়ায়মের স্যান্ডার গিলের সঙ্গে জুটি বেঁধে নামবেন। ইউকি ভামব্রি, মার্কিন যুক্তরাষ্ট্রের রবার্ট গ্যালোওয়ের সঙ্গে, রিথ্বিক বল্লিপাল্লি, রোমানিয়ার নিকোলাস ব্যারিয়েন্টোসের সঙ্গে ও এন শ্রীরাম বালাজি, মেক্সিকোর মিগুয়েল রেয়েস ভারেলার সঙ্গে জুটি বেঁধে নামবেন।